শনিবারেও সোনার দাম বেড়েছে সামান্য। বিয়ের মরসুম পড়ে গিয়েছে, এই সময় সোনা কেনার আগে একটিবার চোখ বুলিয়ে যান আজকের দরে।
শনিবার ১০ গ্রাম ২২ ক্যারট গহনার সোনার দাম বেড়েছে ৩০০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম দাঁড়িয়েছে ৫৭,১০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ৩২০ টাকা, অর্থাৎ এই পরিমাণ সোনার আজকের দর ৬২,২৯০ টাকা।
Uttarkashi Tunnel News : উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার এবার আস্থা শাবল, কোদালে
এদিকে কেজিতে ১০০০ টাকা বেড়েছে রুপোর দাম। এক কেজি রুপোর বাটের আজকের দর ৭৭,২০০ টাকা।