সোমের পর মঙ্গলবারও আরও বাড়ল সোনার দাম। সোমবারের মতোই মঙ্গলবারও ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম বেড়েছে ১৫০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৫৫,২০০ টাকা।
Debleena-Bhaswar: সিঁথিতে চওড়া করে সিঁদুর, ভাস্বরের বাহুডোরে দেবলীনা! বিয়েটা কি সেরেই ফেললেন?
একইভাবে ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দামও বেড়েছে ১৭০ টাকা। এর নিরিখে মঙ্গলবার ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার নতুন দাম যাচ্ছে ৬০,২২০ টাকা।
এমনকি রুপোতেই রেহাই মেলেনি। এদিন কেজিতে ৩০০ টাকা বেড়েছে রুপোর দাম। অর্থাৎ এই আজ এক কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭৪,৮০০ টাকা।