বেশ কয়েক দিন লাফিয়ে দাম বাড়ার পর অবশেষে সপ্তাহ শুরুতেই স্বস্তি সোনার দামে। গত কয়েকদিনের তুলনায় সোমবার উল্লেখযোগ্য হারে কমেছে সোনার দাম। সোমবার ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক গহনার সোনার দাম কমেছে ৫০০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমেছে ৫৪০ টাকা। সামান্য কমেছে রুপোর দাম। গত শনিবার ২৩০০ টাকা দাম বাড়ার পর সোমবার ৩০০ টাকা কমেছে এক কেজি রুপোর বাটের দাম।
Recruitment Scam : অয়নের বাড়ি থেকে মিলল পুরসভা সংক্রান্ত ওএমআর শিট, হদিশ মিলল দুই কোম্পানিরও
সোমবার ২২ ক্যারেট ১০ গ্রাম গহনার সোনার দাম যাচ্ছে ৫৪,৮০০ টাকা। অন্যদিকে ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম যাচ্ছে ৫৯,৭৮০ টাকা। এক কেজি রুপোর বাটের নতুন দাম ৭১,৮০০ টাকা।