লক্ষ্মীবারে সোনায় সোহাগা। বৃহস্পতিবার লাফিয়ে কমল সোনার দাম। এদিন ১গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৩৫ টাকা , অর্থাৎ ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম কমেছে ৩৫০ টাকা। এর নিরিখে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৫৪,৪৫০ টাকা।
এদিকে, ২৪ ক্যারেট পাকা সোনার দামও কমেছে বৃস্পতিবার। এদিন ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৩৮০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৫৯,০২০ টাকা।
Indian Railway: পুজোর ছোঁয়া ভারতীয় রেলে, লোকাল ট্রেন সেজে উঠছে এলিডি আলোয়
বৃহস্পতিবার কেজিতে ৫০০ টাকা কমেছে রুপোর দাম। এদিন ১ কেজি রুপোর বাটের দাম যাচ্ছে ৭২,৫০০ টাকা।