বিয়ের বাজার (Wedding Season) সরগরম। বেড়েছে সোনার-রুপোর (gold-Silver) বিক্রি। গত কয়েকদিন ধরে প্রায় রোজই দাম বাড়ছিল সোনার (Gold Price Hike)। কিন্তু মঙ্গলবার বাজার খুলতেই মুখে হাসি ক্রেতাদের। সপ্তাহের দ্বিতীয় দিনে দাম কমল সোনার। সস্তা হল রুপোর (Silver Price) বাজার দরও। মঙ্গলবার ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ৩০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৩৩০ টাকা। কেজি প্রতি রুপোর দাম কমেছে ৬৫০ টাকা।
মঙ্গলবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৪ হাজার ৯৩০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৯ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমে হয়েছে ৫ হাজার ৩৭৮ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৩ হাজার ৭৮০ টাকা। ১ কেজি রুপোর দাম কমে হয়েছে ৬৬ হাজার টাকা।
আরও পড়ুন- প্রয়োজন বেতনের দ্বিগুণ টাকা তোলা যাবে! দিতে হবে না সুদ
বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তার প্রভাব পড়েছে সব জায়গায়। ইতিমধ্যেই দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। গত কয়েকদিনে প্রায় রোজই দাম বেড়েছে হলুদ ধাতুর। কিন্তু মঙ্গলবার কলকাতার বাজারে বেশ খানিকটা সস্তা হয়েছে সোনা।