বিয়ের মরসুম চলছে জোর কদমে। স্বভাবতই এই সময় সোনা কেনাকাটা বাড়ে। এদিকে সোনার দাম দেখে গত কয়েকদিন ধরেই মাথায় হাত মধ্যবিত্তের। তবে, সপ্তাহের শেষে খানিক স্বস্তি সোনার দামে (Gold Price Dropped)।
গুড রিটার্নসের আপডেট বলছে, ৩ ফেব্রুয়ারি, শুক্রবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৫০০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫৪০ টাকা। স্বস্তি দিয়েছে রুপোর দামও (Silver Price)। কেজি প্রতি রুপোর দাম কমেছে ৩ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন- আদানি গোষ্ঠীর বিপর্যয় হলেও আঁচ পড়বে না, লিখিত বিবৃতি দিয়ে জানাল LIC
নতুন দাম অনুযায়ী, ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার নতুন দাম ৫ হাজার ৩১০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৫৩ হাজার ১০০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমে হয়েছে ৫ হাজার ৭৯৩ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৭ হাজার ৯৩০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম কমে হয়েছে ৭৪ হাজার টাকা।