রবিবাসরীয় বাজারে কলকাতায় অপরিবর্তিত রইল সোনার দর (Gold Price)। রবিবার দাম বাড়েনি রুপোরও (Silver Price)। অর্থাৎ নতুন করে সোনা বা রুপোর দামে কোনও নড়চড় নেই।
রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার অপরিবর্তিত দাম দাঁড়িয়েছে ৫৬,৫৫০ টাকা।
অন্যদিকে, ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার অপরিবর্তিত দাম যাচ্ছে ৬১,৬৯০ টাকা।
আরও পড়ুন - শনিতে সামান্য স্বস্তি, সোনা অপরিবর্তিত রুপোর দামেও পতন
বেশ খানিকটা স্বস্তি রুপোর দামেও। এদিন ১ কেজি রুপোর অপরিবর্তিত দাম রয়েছে ৭৬,০০০ টাকা।