ধনতেরাস পেরোতাই সোনার দাম বেশ খানিকটা বেড়েছিল। বুধবার সামান্য স্বস্তি ক্রেতাদের জন্য। মঙ্গল্বারের তুলনায় নতুন করে বাড়ল না হলুদ ধাতুর দাম।
এদিন ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার ৫৬,৮৫০ টাকা। একইভাবে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬২,০২০ টাকা ।
১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৬৮৫ টাকা
১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৬৮,৫০০ টাকা
১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬২০২ টাকা
১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,২০২০০ টাকা
রুপোর দামও অপরিবর্তিত বুধবার। ১ কেজি রুপোর বাটের দাম ৭৬,৪০০ টাকা।