নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে ভারত। অথচ, এই ২০২৪-এও এ দেশে শ্রমের মূল্য নগন্য। শ্রমজীবী মানুষের পারিশ্রমিকের নিরিখে পাকিস্তান এমন কী নাইজেরিয়ার থেকেও নীচে ভারতের স্থান।
এমনই দাবি করা হয়েছে, ভেলোসিটি গ্লোবাল ২০২৪ রিপোর্টে। মঙ্গলবার, এই বিষয়টি উল্লেখ করে মোদী রকয়ারকে তীব্র আক্রমণ করে একটি টুইট করেছেন কংগ্রেস নেতা পবন খেরা।
সারা বিশ্বের সবচেয়ে কম পারিশ্রমিকের যে দশটি দেশ রয়েছে, তার তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন কংগ্রেস নেতা। তালিকায় সবচেয়ে ওপরে ভারতের নাম। ভেলোসিটি গ্লোবাল ২০২৪ রিপোর্ট মাফিক ভারতে শ্রমিকের মাসিক আয় মাত্র ৪৫ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ৩,৭৬০ টাকা। নাইজেরিয়ায় শ্রমিকের ন্যূনতম আয় ৭৬ ডলার, পাকিস্তানে ১১৪ ডলার।
পবন খেরা এই প্রসঙ্গে আরও উল্লেখ করেন, যে সমস্ত দেশে, এই সমীক্ষা চালানো হয়েছিল, একমাত্র শ্রীলঙ্কা এবং কিরঘিস্থানের অবস্থা ভারতের তুলনায় খারাপ। সারা বিশ্বের নিরিখে আফ্রিকার কয়েকটি পিছিয়ে থাকা দেশের ওপরে রয়েছে ভারত।