২১০০ কোটি মার্কিন ডলার। চলতি বছর তিন মাসে সম্পত্তির পরিমাণ এটাই। দেশের দ্বিতীয় বৃহত্তম ধনী ব্যক্তি গৌতম আদানি (Gautam Adani)। ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইনডেক্স ডেটা অনুযায়ী, বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় ১১ নম্বরে আছেন তিনি। ওয়ারেট বাফেট (Warren Buffett), মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) টপকে গিয়েছেন গৌতম আদানি।
গৌতম আদানির বর্তমান সম্পত্তির পরিমাণ ৯৭.৬ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ গত বছর প্রত্যেক সপ্তাহে ৬০০০ কোটি টাকা করে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ। এই বছর সেই সম্পত্তির পরিমাণ এক লাফে অনেকটাই বেড়েছে। প্রত্যেক সপ্তাহে ২১ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা সম্পত্তি বেড়েছে গৌতম আদানির।
আরও পড়ুন: মিলবে না পরিষেবা, এপ্রিল মাসে ১৫ দিন ছুটি ব্যাঙ্ক কর্মচারীদের
ভারত ও এশিয়ার মধ্যে ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন গৌতম আদানি। ব়্যাঙ্কিংয়ে মুকেশ আম্বানির থেকে এক ধাপ পিছিয়ে আছেন তিনি।