৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day sale 2023 ) উপলক্ষে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে সেল । বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন প্রোডাক্টের উপর আকর্ষণীয় ছাড় দিচ্ছে । টিভি, মোবাইল, টোম্যাটো থেকে রিয়াল এস্টেট (Real Estate)... বিভিন্ন ক্ষেত্রে গ্রাহকদের জন্যে স্পেশ্যাল ডিসকাউন্টের অফার দেওয়া হচ্ছে । একনজরে কোথায়, কী অফার চলছে, দেখে নেওয়া যাক...
এলজি-র (LG) স্বাধীনতা দিবসের এবারের থিম 'ফ্রিডম ইজ প্রাইসলেস'। এলজি আনছে অতুলনীয় অফার, যার মাধ্যমে গ্রাহকরা মাত্র ১৫ টাকা দিয়েই কিনে নিতে পারবেন পছন্দের প্রোডাক্ট । Easy EMI-তে ব্যালেন্স রাখতে পারবেন । ইএমআই অফার ৮৮৮ টাকা থেকে শুরু হচ্ছে। ২০ অগাস্ট পর্যন্ত অফার থাকবে ।
বিভিন্ন পণ্যের উপর ছাড় এবং অফার ঘোষণা করেছে ক্রোমা । স্মার্টফোন, টিভি, আনুষাঙ্গিক আরও অনেক প্রোডাক্টের উপর ছাড় পেতে পারেন গ্রাহকরা ।
স্মার্টফোন ব্র্যান্ড Oppo স্বাধীনতা দিবস উপলক্ষে ও Oppo মেম্বার দিবসের এক বছর উপলক্ষে দারুণ অফার ঘোষণা করেছে । ৩১ আগস্ট পর্যন্ত অফার থাকবে । অফার পাওয়া যাবে Oppo Reno10 Pro+, Oppo Reno10 Pro 5G, Oppo Reno10 5G, Oppo F21s Pro, Oppo F21s Pro 5G, Oppo F23 5G, Oppo A17, Oppo A58, Oppo A78, Oppo A78 5G এবং Oppo eAir 5G-এর উপর ।
আরও পড়ুন, Gold-Silver Price Today : উইকেণ্ডে কি দাম কমল সোনা-র ? অপরিবর্তিত রুপো
অনেক রিয়েল এস্টেট ডেভেলপার স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টও দিচ্ছেন । মুম্বইয়ের কিছু ডেভেলপার ১ অগাস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বুকিং করা বাড়ির জন্য জিরো স্ট্যাম্প ডিউটি, জিএসটিতে ছাড়, ফ্লেক্সিবেল পেমেন্ট প্ল্যান এবং ১২ মাসের ইএমআই ছাড়ের মতো আকর্ষণীয় অফার দিচ্ছে ।
বড় বড় ব্র্যান্ডের পাশাপাশি সরকারও ১৫ আগস্ট উপলক্ষে জনগণের জন্য নিয়ে এসেছে মেগা সেল । টম্যাটোর যখন আকাশছোঁয়া দাম, সেইসময় ভারতের ন্যাশনাল কো-অপারেশন কনজিউমারস ফেডারেশন (NCCF) দিল্লি এনসিআর-এ ১২ থেকে ১৩ অগাস্ট পর্যন্ত টম্যাটোর একটি মেগা সেলের আয়োজন করেছে ।