উৎসবের মরশুম শুরু হতেই কেনাকাটা বাড়ছে। অনলাইন শপিংয়ের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে ই-কমার্স সংস্থাগুলিতে। সেকারণে ১ লাখ অস্থায়ী কর্মী নিয়োগের কথা জানালো ফ্লিপকার্ট। সংস্থার একাধিক পদে কাজে লাগানো হবে তাঁদের।
সেপ্টম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ই-কমার্স সংস্থাগুলির উপর ব্যাপক চাপ তৈরি হয়। একদিকে বিভিন্ন উৎসবের কেনাকাট অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ডেলিভারি সব মিলিয়ে নাভিশ্বাস ওঠে সংস্থার কর্মীদের। পাশাপাশি বিগ বিলিয়ন ডে-র মতো বিশেষ দিনে কেনাকাটার পরিমাণ আরও বাড়ে।
ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, যে সব অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হবে তাঁদের স্টোরেজ, ডেলিভারি, শর্টিং, প্যাকেজিং সহ বিভিন্ন কাজে লাগানো হবে। মূলত উৎসবের মরশুমে সাপ্লাই চেইনে যাতে কোনও সমস্যা না তৈরি হয় তার জন্যই বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করা হচ্ছে।