এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সুদের হার সামান্য বাড়ল । গত বছর সুদের হার কমানোয় গ্রাহকদের একাংশের ক্ষোভের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার । তবে, এবার, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । পিটিআই সুত্রে খবর, মঙ্গলবার বৈঠকে বসেছিল ইপিএফও । সেখানেই সিদ্ধান্ত হয় যে, ২০২২-২৩ অর্থবর্ষে ৮.১৫ শতাংশ হারে সুদ মিলবে । গত বছরের তুলনায় ০.০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে সুদের হার ।
২০২২ সালের মার্চে ইপিএফের সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করেছিল ইপিএফও । যা ১৯৭৭-৭৮ সালের পরে সর্বনিম্ন । তখন ইপিএফের সুদের হার ছিল আট শতাংশ । এবছর সুদের হার সামান্য বাড়লেও প্রত্যাশা পূরণ হল না বলেই মনে করছে অনেকে । তাছাড়া, যে হারে বাড়ানো হয়েছে সুদের হার, তাতে গত অর্থবর্ষের ঘাটতও মেটেনি বলে মত অর্থনীতিবিদদের ।
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি ২০২২-২৩ অর্থবর্ষের জন্য সোমবার থেকে বৈঠক শুরু করেছে । এবার ২৩৩তম বৈঠকের সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব । এদিনও বৈঠকও ছিল, সেখানেই সুদের হার বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।