ভারতের (India) তিনটি অফিসের মধ্যে ২টি অফিস বন্ধ করার সিদ্ধান্ত টুইটারের (Twitter)। দুই অফিসের কর্মীদের ঘরে বসে কাজের নির্দেশ টুইটারে কর্ণধার ইলন মাস্কের (Elon Musk)।
ভারতে টুইটারের তিনটি অফিস রয়েছে। দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু। দিল্লি এবং মুম্বইয়ের অফিসে তালা ঝুলিয়েছে সংস্থা। এই দুই অফিসের কর্মচারীদের জন্য বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন মাস্ক। শুধু বেঙ্গালুরুর অফিস খোলা থাকবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - রেপো রেট বৃদ্ধির ফল মধ্যবিত্ত'র ঘাড়ে, বাড়ছে স্টেট ব্যাঙ্ক সহ অন্য ব্যাঙ্কের লোনের EMI
ভারতে দুটি অফিস বন্ধ করার সিদ্ধান্তে অনেকেই চাকরি হারানোর আশঙ্কা করছেন। যদিও মাস্ক আগেই জানিয়েছিলেন, ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রেই ব্যয় কমাবে সংস্থা। মনে করা হচ্ছে, সেই পরিকল্পনার অঙ্গ হিসেবেই ২০২২ সালে ভারতের ৯০% কর্মীকে ছেঁটে ফেলার পাশাপাশি এই দুটি অফিসেও তালা ঝোলানো সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।