বিদেশি মুদ্রা নয়ছয়ের অভিযোগে হিরো মোটোরকর্পের (Hero Motorcrop) চেয়ারম্যান পবন মুঞ্জলের (Pawan Munjal) বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। মঙ্গলবার তাঁর দিল্লি (New Delhi) এবং গুরুগ্রামের বাড়িতে তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে খবর, নির্দিষ্ট সূত্রে খবর পেয়েই এই তল্লাশি চলে।
হিরো কর্তার এক ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ডিরেক্টরেট অফ রেভিনউ ইন্টেলিজেন্সে। মূলত অঘোষিত বিদেশি মুদ্রা নিয়ে যাওয়ার অভিযোগের তদন্ত চলছিল। সেখান থেকে পবনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। ইতিমধ্যে হিরো কর্তা পবন মুঞ্জলের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করা হয়েছে।
এক বছর আগে এই সংস্থার বিরুদ্ধে আয়কর দফতরেও অভিযোগ জমা পড়ে। হিরোর দফতরে হানাও চলেছিল। এবার ইডি। ভারতের অটোমোবাইল ব্যবসায় অন্যতম বড় সংস্থার মুখ্য কর্তার বাড়িতে ইডির হানায় চাঞ্চল্য তৈরি হয়।