রাত পোহালেই কেন্দ্রের সাধারণ বাজেট প্রস্তাব পেশ। তার আগে আগামী অর্থবর্ষের আর্থিক সমীক্ষার রিপোর্ট (Economic Survey 2022) পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। রিপোর্টে আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) (GDP growth) ৮ থেকে ৮.৫ শতাংশ থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৯.২ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আর্থিক সমীক্ষা সাধারণত দেশের অর্থনীতির রিপোর্ট কার্ড হিসেবে গণ্য হয়। শিল্প, কৃষি কোন ক্ষেত্রে কী পরিবর্তন এসেছে, কত আয় হয়েছে, কত কর্মসংস্থানের ব্যবস্থা করা গিয়েছে, উৎপাদনই বা কত বেড়েছে, আমদানি-রফতানি কোন পর্যায়ে রয়েছে, সেই সংক্রান্ত বিশদ পরিসংখ্যান তুলে ধরা হয় আর্থিক সমীক্ষার রিপোর্টে। তার নিরিখে আগামী দিনে কী কী পদক্ষেপ করতে হবে, তারও প্রস্তাব দেওয়া হয়। আর তার মধ্যেই থাকে জিডিপি বৃদ্ধির পরিসংখ্যান।
রাত পোহালেই বাজেট! স্বাস্থ্যক্ষেত্রের বরাদ্দ নিয়ে কী প্রত্যাশা