আয়কর রিটার্ন (ITR) ফাইল করার শেষ তারিখ চলতি বছরের ৩১ জুলাই। সেই সময়সীমা যত এগিয়ে আসছে, ততই ব্যস্ততা বাড়ছে করদাতাদের মধ্যে। আয় সংক্রান্ত সমস্ত তথ্য, কাগজপত্র ইত্যাদি ঠিক আছে কিনা এই সমস্ত নিয়েই ব্যস্ত এখন সবাই। কিন্তু অনেকেই রিটার্ন ফাইল করতে গিয়ে কিছু ভুল করে ফেলেন। যার জন্য ভুগতে হয় তাঁদের। তাঁদের ফাইল বাতিল হয়ে যায় বা রিফান্ড পেতে দেরি হয়।
দেখে নেওয়া যাক কোন ভুলগুলি সাধারণত আয়করদাতারা আইটিআর (ITR) ফাইলের সময় করে থাকেন।
টিডিএস ফেরত না পাওয়া
অনেক সময় আয়করদাতারা আইটিআর ফাইল করে রিফান্ড পান না। উলটে তারা একটি ডিমান্ড নোটিফিকেশন পান। কারণ, তাঁরা প্রকৃত হেড অফ ইনকামের অধীনে টিডিএস পাওয়ার জন্য আবেদন করেন না।
ব্যাঙ্কে কেওয়াসি আপডেট
আইটিআর রিফান্ডের ক্ষেত্রে দেরি হওয়ার অন্যতম কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ে বিলম্ব। এজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান এবং আধার সংযুক্তিকরণ ও কেওয়াইসি আপডেট করা জরুরি। তাহলে যাচাইয়ের কাজ দ্রুত হয়।
ভুল আইটিআর ফর্ম নির্বাচন
একের বেশি বাসস্থান থাকলে ITR-1 পূরণ করা যাবে না। সে কারণে সঠিক ফর্ম নির্বাচন করে তা পূরণ করতে হবে। ITR-1 ফর্ম তাঁদের জন্য যাঁদের বাসস্থানের সংখ্যা একটি এবং বাৎসরিক আয় ৫০ লক্ষ টাকার মধ্যে শুধু তাঁরাই এই ফর্ম পূরণ করতে পারবেন।