Date Fund: স্টক মার্কেটের ঝুঁকি এড়াতে বিনিয়োগ করুন ডেট ফান্ডে, টাকা খাটানোর আগে জানুন বিশদে

Updated : Oct 25, 2022 11:03
|
Editorji News Desk

অনেকেই ঝুঁকির কারণে স্টক মার্কেটে বিনিয়োগ করতে চান না। তাঁদের জন্য রয়েছে মিউচুয়াল ফান্ড।  মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ক্যাটাগরি হল ডেট ফান্ড। 

কিন্তু কী এই ডেট ফান্ড? 

ডেট ফান্ড আদতে একটি মিউচুয়াল ফান্ড স্কিম। যা কর্পোরেট এবং সরকারী বন্ড, কর্পোরেট ডেট সিকিউরিটি এবং মানি মার্কেট ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করে। ডেট ফান্ডগুলিকে ফিক্সড ইনকাম ফান্ড বা বন্ড ফান্ড হিসাবেও উল্লেখ করা হয়।

ডেট ফান্ডে কম খরচের কাঠামো, বাকি স্কিমের তুলনায় স্থিতিশীল রিটার্ন, রিটার্নের ক্ষেত্রে নিরাপত্তা এবং অনেক কম ঝুঁকিপূর্ণ। আপনি যদি ব্যাঙ্ক ডিপোজিটের মতো ফিক্সড ইনকাম পণ্যে সঞ্চয় করে থাকেন এবং একটি স্থিতিশীল রিটার্নের সন্ধানে থাকেন, সেক্ষেত্রে ডেট মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো উপায় হতে পারে।

ডেট ফান্ডের বেশ কয়েকটি স্কিম রয়েছে। এর মধ্যে ইএলএসএস সবচেয়ে জনপ্রিয়। এই স্কিমে কর মকুবের সুবিধা রয়েছে। আয়কর আইনের ৮০সি-এর অধীনে বিনিয়োগকারীরা কর মকুবের জন্য আবেদন করতে পারেন। যে কারণে অনেকেই এই স্কিমে লগ্নি করতে আগ্রহী হন। ২০২২ সালের অগাস্ট মাসের শেষ পর্যন্ত ইএলএসএফ-এর ১.৪৩ কোটি পোর্টফোলিও রয়েছে। 

ডেট ফান্ডের স্কিমগুলির মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে এইউএন লিঙ্কড ফান্ডে। এই ইনডেক্স ফান্ড হল প্যাসিভ মিউচুয়াল ফান্ড যা জনপ্রিয় বাজার ইনডেক্সগুলিকে অনুকরণ করে। এছাড়াও রয়েছে লার্জ ক্যাপ এবং ফ্লেক্সি-ক্যাপ ফান্ড। মিউচুয়াল ফান্ড সাধারণত ইন্ডিভিজুয়াল বিনিয়োগের জন্য তৈরি হলেও এই স্কিমগুলিতে বিভিন্ন কর্পোরেট সংস্থাও বিনিয়োগ করে। তবে, যে কোনও প্রকার বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।  

mutual fundsavingStock market

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে