ফের বাড়ল এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG Cylinder) দাম । ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম (LPG Cylinder Price Hike) বেড়েছে ১০২.৫০ টাকা । সেক্ষেত্রে সিলিন্ডারের নতুন দাম হয়েছে ২,৩৫৫.৫০ টাকা । আগে দাম ছিল ২,২৫৩ টাকা । আজ, ১ মে থেকেই এই দাম কার্যকর হবে ।
মুম্বইয়ে এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ২,৩০৭ । সেখানে কলকাতায় ২,৪৫৫ টাকা দিয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে হবে গ্রাহকদের । চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে ২,৫০৮ । অন্যদিকে, ৫ কেজি সিলিন্ডারের দামও বেড়েছে । ৫ কেজি সিলিন্ডার এখন থেকে ৬৫৫ টাকায় কিনতে হবে । সিলিন্ডারের দাম বাড়ার ফলে রেস্তরাঁয় খাবারের দাম, ফাস্ট ফুডের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন, Xiaomi India : বেআইনি ভাবে বিদেশি মুদ্রা লেনদের অভিযোগ, শাওমির সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত
উল্লেখ্য, মার্চ মাসে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০৫ টাকা বেড়েছিল । এপ্রিল মাসেও বেড়েছিল দাম । ১ এপ্রিল থেকে ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম ২৫০ টাকা বাড়ানো হয়েছিল । সেইধারা বজায় রেখে মে মাসেও দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের ।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর পেট্রল, ডিজেল ও গ্যাসের দাম লাগাতার বেড়ে চলেছে । অবাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়েছিল । তবে, স্বস্তি একটাই, এবার আর অবাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি ।