সতর্কবার্তা আগে ছিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাদারণ মানুষের সঙ্গে যুক্ত অর্থনীতির কাঠামোতে বদল আসার সমূহ সম্ভাবনা। অর্থনৈতিক ক্ষেত্রে একাধিক বদল আসতে চলেছে। যেগুলি কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। কার্ডের টোকেনায়ন থেকে শুরু করে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের জন্য নতুন নীতি- সবই কার্যকর হবে ওইদিনই।
ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি নীতি থেকে শুরু করে অটল পেনশন যোজনা, মাসান্তে জেনে নিন কীভাবে বদলাবে পরিষেবা:
১ অক্টোবর থেকে সমস্ত ইউজারের জন্য বদলে যাবে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের ব্যবহারের নীতি।
সমস্ত ধরনের লেনদেন যাতে ঠিকভাবে ও সম্পূর্ণ নিরাপত্তা মেনে হতে পারে তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কার্ড ডিটেলসের ক্ষেত্রে টোকেনের বন্দোবস্ত করার পক্ষে। সে কথা ইতিমধ্যেই সমস্ত ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে। অর্থাৎ, এবার থেকে ক্রেডিট ও ডেবিট কার্ডে করা প্রতিটি লেনদেনের জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে টোকেন ধার্য করা হবে।
আয়করদাতারা আগামী ১ অক্টোবর থেকে আর অটল পেনশন যোজনার অংশ হতে পারবেন না। তবে, কেউ যদি ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজের নাম সাবস্ক্রাইব করেন, তাহলে তাঁর জন্য অটল পেনশন যোজনায় অংশগ্রহণ করা অসুবিধার হবে না।
কার্ড ইস্যুকারীদের জন্য ওটিপি
একটি ক্রেডিট কার্ড সক্রিয় করার জন্য কার্ডটি ইস্যু করার ৩০ দিনের মধ্য়ে যদি তা কার্ডের গ্রাহক ব্যবহার না করেন, তাহলে সেই ক্রেডিট কার্ড পরের সাতটি কর্মদিবসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে।