সিগারেটে (Cigaratte Price Increase) 'সুখটান'-এর দিন শেষ । ধূমপায়ীদের পকেটে এবার ছ্যাঁকা লাগতে চলেছে । দাম বাড়ছে সিগারেটের । একইসঙ্গে পানমশালা, গুটখা (Cigaratte, Gutkha Price Increase ) যাঁরা খান, তাঁদের জন্যও দুসংবাদ । ১ এপ্রিল থেকে তামাকজাত দ্রব্যে দাম বাড়তে চলেছে ।
আসলে, তামাকজাত পণ্যের (tobacco) উপর জিএসটির হার বাড়াতে চলেছে কেন্দ্র। এর জেরে প্রস্তুতকারক সংস্থার খরচও বাড়বে। ফলে সিগারেট, গুটখা, পান মশলা ইত্যাদির প্যাকেটের দাম আগের থেকে অনেকটাই বাড়বে । ২০২৩ সালে কেন্দ্রীয় অর্থমনন্ত্রী নির্মলা সীতারামণ লোকসভায় বাজেট পেশের সময় তামাকজাত পণ্যে জিএসটি ক্ষতিপূরণের সর্বোচ্চ সেসের সীমা নির্ধারিত করে কেন্দ্র।
বর্তমানে তামাকজাত পণ্য উৎপাদনের উপরে ১৩৫ শতাংশ লেভি ধার্য করা হয়। জিএসটি সংক্রান্ত এই ক্ষতিপূরণ ৫১ শতাংশ করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । সেসের এই হারের জেরেই তামাকজাত পণ্য উৎপাদনের খরচ বেড়েছে। যার জেরে দাম বাড়াচ্ছে সংস্থা গুলি। এর প্রভাব খুচরো বাজারেও পড়বে ।