ঘোষণা আগেই হয়ে গিয়েছিল। বুধবার সন্ধ্য়ায় আনুষ্ঠানিক ভাবে অনুমতি দিল রাজ্য সরকার। এদিন ইকো পার্কে রাজ্য সরকারের বিজয়ী সম্মিলনীর অনুষ্ঠানে তাজপুরে সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আদানি গোষ্ঠীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন আদানি-পুত্র কিরণ আদানি। ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা। বিশেষজ্ঞদের দাবি, রাজ্যের শিল্পের দৃষ্টিকোণ থেকে আদানিতে এই বিনিয়োগ ভীষণ ভাবেই তাৎপর্যপূর্ণ।
গত ১৯ সেপ্টেম্বর তাজপুরে আদানিদের বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল। জানা গিয়েছে সরকারি কাগজ হাতে পেয়ে মুখ্যমন্ত্রীকে দ্রুত কাজ শেষের আশ্বাস দিয়েছেন কিরণ আদানি। এদিন ইকো পার্কের অনুষ্ঠানে হাজির ছিলেন শিল্প-সহ নানা মহলের ব্যক্তিরা। সেখানে তাজপুর নিয়ে আদানিদের হাতে প্রয়োজনীর কাগজ তুলে দেন মুখ্যমন্ত্রী। বোঝালেন, এই রাজ্য শিল্পের অনুকূল।
পনেরো হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি এই বন্দরের প্রাথমিক পরিকাঠামো তৈরি করবে রাজ্য। সব মিলিয়ে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে নতুন এই বন্দরটি। যা তৈরি হবে তাজপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে।