মানুষের জায়গা নিচ্ছে চ্যাটজিপিটি (ChatGPT) ! আগেই এই নিয়ে ভবিষ্যদ্বানী করেছিলেন বিশেষজ্ঞরা । তাঁদের ধারণা ছিল মাইক্রোসফটের (Microsoft) চ্যাটজিপিটি ধীরে ধীরে মানুষের জায়গা নেবে । ফলে কাজ হারাবে বহু মানুষ । ইতিমধ্যেই বহু কোম্পানি কর্মীর পরিবর্তে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করে দিয়েছে । সম্প্রতি, ফরচুনের রিপোর্টে সেরকমই বলা হয়েছে, যেসব কোম্পানি চ্যাটজিপিটি ব্যবহার করছে, তাদের ভালই অর্থ সাশ্রয় হচ্ছে । যার পরিমাণ প্রায় ৪৮ শতাংশ ।
ফরচুনের রিপোর্ট আরও বলা হয়েছে, কর্মসংস্থানের প্ল্যাটফর্ম Resumebuilder.com ইতিমধ্য়েই চ্যাটজিপিটি নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে । যেখানে ১০০০ জন বিজনেস লিডার অংশগ্রহণ করেন । দেখা গিয়েছে, তাঁদের মধ্য়ে অর্ধেকই চ্যাটজিপিটি ব্যবহার করছেন । অনেক কোম্পানি কর্মীদের পরিবর্তে চ্যাটজিপিটি নিয়ে এসেছে । যদিও, টিসিএস-এর মতে, চ্যাটজিপিটি উৎপাদনশীলতা বাড়াবে । মানুষের চাকরি খাওয়ার পরিবর্তে সহকর্মী হিসেবে কাজ করবে ।
আরও পড়ুন, Gautam Adani: ৩ থেকে নামতে নামতে ৩৮! ধনকুবেরদের তালিকায় ক্রমশ তলানিতে গৌতম আদানির নাম