প্রাক-কোভিড পর্বের থেকে ভারতীয় সংস্থার সিইও-দের গড় বেতন বৃদ্ধি পেয়েছে প্রায় ৪০ শতাংশ। তাঁদের বেতনের একটা বড় অংশ আসে যথাক্রমে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ইনসেনটিভ থেকে, জানাচ্ছে ডেলয়েটের সাম্প্রতিক একটি রিপোর্ট। ডেলয়েট ইন্ডিয়া পারফরম্যান্স অ্যান্ড রিওয়ার্ডস সার্ভে ২০২৪ বা ডেলয়েট ইন্ডিয়ার কর্মক্ষমতা ও পুরস্কার সমীক্ষা ২০২৪ এ উঠে এসেছে এই তথ্য। সিইও-দের গড় বেতন ভারতীয় মুদ্রায় ১৩ কোটি ৮০ লক্ষ টাকা। তবে, সংস্থার মালিকানার অংশীদার বা মালিকানার অংশীদার পরিবারের সদস্য এমন কেউ সিইও হলে, ভারতীয় মুদ্রায় তাঁদের গড় বেতনের পরিমাণ ১৬ কোটি ৭০ লক্ষ টাকা।
বেতনের এই তারতম্যের নেপথ্যের কারণ হিসেবে উঠে এসেছে, সংশ্লিষ্ট সিইও-দের সংস্থার সঙ্গে যুক্ত থাকার সময়সীমার মধ্যে ফারাকটিও। তবে, এই সমীক্ষায় উঠে এসেছে আরও একটি তথ্য। গড় বেতন বেশ খানিকটা বৃদ্ধি পেলেও ৫০ শতাংশের বেশি সিইও-দের বেতনই 'পে-অ্যাট-রিস্ক' মোডেই রয়েছে। তবে, সাম্প্রতিক সময়ে ভারতীয় সংস্থাগুলির সিইওদের বেতনবৃদ্ধির হারের দিক দিয়ে শীর্ষে রয়েছে কোভিড পরবর্তী এই আর্থিক বর্ষ, তাও স্পষ্ট করে দিয়েছে এই সমীক্ষা।