মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ঋণের সমস্যা এবং আইনি সমস্যার জেরে আরও ১০০০ জন কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে চলেছে এডটেক স্টার্টআপ বাইজুস। দ্য মর্নিং কনটেক্সট এর তথ্য অনুযায়ী, যে সমস্ত কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন তারা গ্রাউন্ড সেলস টিমের চুক্তিভিত্তিক কর্মী। Byju's-এর অপারেশন স্ট্রিমলাইন করার মাধ্যমে আরও খরচ কমানো হবে। আর তার উদ্দেশ্যেই কর্মী ছাঁটাই।
Gold Price Today: শুক্রবার বাজার খুলতেই মাথায় হাত ক্রেতাদের, লাফিয়ে বাড়ল সোনা-রুপোর বাজার দর
উল্লেখ্য, বাইজু সম্প্রতি তাদের ১.২ বিলিয়ন ডলারের টার্ম লোন B প্রদানকারী ঋণদাতাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুদ জমা করা হবে না বলে জানিয়েছে ওই কোম্পানি। চলতি বছরের প্রধমার্ধেই সংস্থা প্রায় ১,৫০০ কর্মী ছাঁটাই করেছিল বলে একাধিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল