পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। চলতি বছরের বাজেটে খুব একটা বড়সড় ঘোষণা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অনেকের ধারণা, সামনের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে করের বোঝা কমাতে পারে কেন্দ্রীয় সরকার।
কোথায় ছাড় মিলতে পারে?
বিগত কয়েক বছরে কর ছাড়ের ঊর্ধ্বসীমায় কোনও পরিবর্তন করা হয়নি। আগামী অর্থবর্ষ থেকে আয়করে অতিরিক্ত ছাড়ের আশায় রয়েছেন মধ্যবিত্তরা। এছাড়াও 80C এর আওতায় অতিরিক্ত ছাড়ের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাঁদের ধারণা নির্বাচনের মুখে মধ্যবিত্তদের জন্য অতিরিক্ত সুবিধার কথা ঘোষণা করতে পারে কেন্দ্র।
এদিকে নতুন বাড়ি কেনার ক্ষেত্রে আর্থিক অনুদানের কথা ঘোষণার সম্ভাবনার কথা জানা গিয়েছে বিভিন্ন মহলে। গত বছরেই এবিষয়ে খবর পাওয়া গিয়েছিল। সেখানে বলা হয়েছিল, যাঁরা নতুন বাড়ি কিনবেন তাঁদের কিছু পরিমাণ আর্থিক অনুদান দিতে পারে কেন্দ্রীয় সরকার। মূলত, প্রধান মন্ত্রী আবাস যোজনার মতো কোনও একটি প্রকল্প চালু করার সম্ভাবনা রয়েছে।
যেহেতু নির্বাচনের কথা মাথায় রেখেই চলতি বছরের বাজেট পেশ হবে সেকারণে অনেক ক্ষেত্রেই কল্পতরু হতে পারে কেন্দ্র। যদিও নির্বাচন কমিশনের এবিষয়ে কড়া নির্দেশ রয়েছে, এমন কোনও কিছু ঘোষণা করা যাবে না যা সরাসরি নির্বাচনে প্রভাব ফেলবে।