ভারতের শেয়ার বাজারে ফের 'ব্ল্যাক মানডে' আতঙ্ক। সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেল দেশের শেয়ার সূচক। আমেরিকা-রাশিয়া সহ বিভিন্ন দেশে আর্থিক মন্দার আশঙ্কা থেকেই শেয়ারের এই বিরাট পতন। এই প্রবল ধাক্কায় মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় ১০০০ পয়েন্ট নেমে গিয়েছে।
জানা গিয়েছে, মুম্বই স্টক এক্সচেঞ্জের মূলধন ২৭৬.৬৫ লক্ষ কোটি টাকা থেকে একধাক্কায় কমে হয়েছে ২৬৯.৮৬ লক্ষ কোটি। শুক্রবার মার্কিন মুলুকে প্রবল ক্ষতির সম্মুখীন শেয়ার বাজার। সোমবার সকাল থেকেই যার প্রভাব আছড়ে পড়ে দেশের শেয়ার বাজারেও। বাজার চালু হতেই ১.৩৪% পড়ে যায় নিফটি। পাশাপাশি, দারুণ খারাপ অবস্থা মুম্বই স্টক এক্সচেঞ্জেরও। সেখানে শেয়ার সূচক ০.৯৯% পড়ে গিয়েছে।
আরও পড়ুন- Gold price today: ৫০ হাজার ছাড়াল ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম, চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে