রাম মন্দির তৈরি হতেই পর্যটকদের অন্যতম গন্তব্য হতে চলেছে অযোধ্যা। আর তার জন্যই একের পর এক নতুন প্রকল্প শুরু করতে চলেছে বাজেট ও লাক্সারি হোটেল সংস্থাগুলি। ইতিমধ্যে সেখানে হোটেল তৈরির জন্য উত্তর প্রদেশ সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভিভান্তা এবং জিনজার ব্র্যান্ড। এছাড়াও ওই তালিকায় রয়েছে Oyo।
কোথায় তৈরি হবে হোটেল?
পাঁচ একরেরও বেশি জায়গায় তৈরি হবে ওই দুই হোটেল। এছাড়াও অযোধ্যায় তৈরি হতে চলেছে অত্যাধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর। যে হোটেলগুলি তৈরি করা হচ্ছে সেগুলি বিমানবন্দরের কাছাকাছি এলাকাতেই তৈরির পরিকল্পনা করা হয়েছে।
ভিভান্তা হোটেলের পরিকল্পনা
জানা গিয়েছে, ভিভান্তা হোটেলে ১০০টি ঘর তৈরি করা হবে। এছাড়াও বড় ব্যাঙকোয়েট স্পেশ থাকবে। পাশাপাশি সুইমিং পুল, হেল্থ ক্লাব, রেস্টুরেন্টের সুবিধাও থাকবে।
Read More- আবার ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে ঢুকে পড়লেন মুকেশ আম্বানি
জিনজার হোটেলের পরিকল্পনা
অন্যদিকে জিনজার হোটেলেও সারাদিন রেস্টুরেন্টের সুবিধা থাকবে। দেশির খাবারের পাশাপাশি অন্য দেশেরও খাবার মিলবে। এছাড়াও মিটিং রুম, ফিটনেস সেন্টারের ব্যবস্থা করা হবে সেখানে।
Oyo হোটেল
অন্যদিকে বাজেট হোটেলের মধ্যে প্রায় ৪০০টি প্রপার্টি অধিগ্রহণ করার পরিকল্পনা করেছে OYO। রাম মন্দিরের কাছাকাছি বাজেট হোটেলও রাখবে তারা।