প্রতি বছর গণেশ পুজো, দুর্গা পুজো ও দীপাবলির উৎসবের মরশুম শুরু হওয়ার আগে অগাস্ট মাস থেকে সাধারণত দেশে গাড়ির বাজার (Automobile business) ঊর্ধ্বমুখী হয়। জুলাইয়ে শো-রুম থেকে বিক্রির পরিসংখ্যান থেকে উৎসবের বাজার সম্পর্কে কিছুটা আঁচ পাওয়া যায়। কিন্তু এবছর পরিসংখ্যান বলছে গাড়ির বাজার মন্দা।
গাড়ি ডিলারদের সংগঠন ‘ফাডার’ জানিয়েছে, এ বছর গাড়ির বাজার মন্দা। চলতি বছর জুলাইয়ে গাড়ি বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় তো বটেই, ২০১৯-এর থেকেও কম।
Post Office Recruitment:মাধ্যমিক পাশেই পোস্ট অফিসে চাকরি, মাসিক বেতন ২০ হাজার টাকা
পরিসংখ্যান বলছে, এবছর জুলাইয়ে গত বছরের জুলাইয়ের চেয়ে বিক্রি কমেছে ৮% এবং ২০১৯ সালের জুলাইয়ের চেয়ে প্রায় ২০%। সংগঠনের প্রেসিডেন্ট ভিঙ্কেশ গুলাটির দাবি, গত বছর কোভিডের কারণে বাজার পড়তি ছিল। তিন চাকা এবং বাণিজ্যিক গাড়ি ছাড়া অন্য গাড়িগুলির ব্যাবসা কমেছিল। কোভিড পরবর্তী গ্রামীণ অর্থনীতি এখনও দুর্বল থাকায় দু’চাকার বিক্রিও কমেছে।
ফাডার দাবি করেছে, এবছর দেশে বিভিন্ন জায়গায় বর্ষা অনিয়মিত হওয়ায় কৃষি ক্ষেত্রের উৎপাদনে প্রভাব পড়েছে, এর ফলে আগামীতে গ্রামীণ অর্থনীতির হাল ফেরা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে চিন-তাইওয়ান সম্পর্কের অবনতির জেরে সেমিকনডাক্টরের উৎপাদনের প্রভাব পড়তে পারে, সেক্ষেত্রে গাড়ি ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। সব মিলিয়ে দেশের গাড়ি বাজারে এখনই কোনও উন্নতির দিশা দেখা যাচ্ছে না।