iPhone:গত বছরে আইফোন বিক্রি করে রেকর্ড মুনাফা, অ্যাপল কৃতিত্ব দিচ্ছে ভারতকে

Updated : Aug 07, 2022 15:14
|
Editorji News Desk

করোনা শুরু হওয়ার পর গত কয়েক বছরে সেমিকন্ডাকটরের উৎপাদনে ঘাটতির কারণে সমস্যায় পড়েছে ফোন নির্মাণকারী সংস্থাগুলি। কিন্তু সেই প্রতিবন্ধকতার মধ্যেও গত এক বছরে অ্যাপল তাদের আইফোন (iPhone) বিক্রি করে দ্বিগুণ মুনাফা করেছে। আর এজন্য অ্যাপল (Apple) কৃতিত্ব দিচ্ছে ভারতকে। 

অ্যাপল জানিয়েছে, ২০২২ সালের এপ্রিল থেকে জুন মাসে রেকর্ড আয় হয়েছে তাদের। ওই সময়ে ৮,৩০০ কোটি ডলার লাভ করেছে সংস্থা, টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ছয় লাখ কোটি টাকা। সংস্থার কর্তা টিম কুক জানিয়েছেন, এই রেকর্ড ব্যবসার পিছনে অনেকটাই অবদান রয়েছে ভারতের। 

Bank recruitment:অগ্নিপথের ধাঁচেই এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতেও চুক্তি ভিত্তিক নিয়োগ

গত বছর থেকেই এ দেশে আইফোনের বিক্রি অনেকটাই বেড়েছে। ভারতে জনসংখ্যা বেশি। তাই এ ধরনের দেশে লাভ বাড়ানোর দিকে বিশেষ উদ্যোগ নিয়েছ অ্যাপল। 

যদিও ভারতীয় বাজারের প্রেক্ষিতে আইফোন অনেকটাই দামি। কিন্তু তা সত্ত্বেও গত বছরের নভেম্বরের শেষে দেখা যায়, যে সব বিদেশি পণ্য়ের বিক্রি এদেশে অনেকটাই বেড়ে চলেছে সেই তালিকার উপরের দিকে রয়েছে আইফোন। 

অ্যাপলের সমীক্ষা বলছে, ভারতে আইফোন ১২-র চাহিদা সবচেয়ে বেশি। এদেশে সংস্থার লাভের ৪১ শতাংশ এসেছে সেই মডেল থেকে। তারপরেই জনপ্রিয় হল আইফোন ১৩। এই হ্যান্ডসেট বিক্রি করে সংস্থার লাভ হয়েছে ৩২ শতাংশ। এছাড়া আইফোন ১১ হ্যান্ডসেট থেকে ১৭ শতাংশ লাভ এসেছে।

iPhoneApple 2022

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে