কেনাকাটা করতে কে না ভালবাসেন? অনলাইন কেনাকাটার জমানায় অনেকেই থাকেন কিছু বিশেষ বিশেষ দিনের অপেক্ষায়, সেরকমই দু'টো দিন সামনেই। ১৫ এবং ১৬ জুলাই, আমাজনের দুদিন ব্যাপী প্রাইম ডে সেল।
অন্যান্য পণ্যের পাশাপাশি স্মার্টফোন এবং আনুষাঙ্গিক গ্যাজেটে ৮০ % পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এমনকি নির্বাচিত শহরগুলিতে মিলবে একই দিনে ডেলিভারির সুবিধাও। তবে Prime মেম্বারশিপ থাকলে, তবেই এই সেলের সুবিধা পাবেন আপনি। প্রয়োজন হবে।
জানা যাচ্ছে, OnePlus-, স্যামসাং, মোটোরোলা, রিয়াল মি, শাওমি সহ একাধিক ব্র্যান্ডের স্মার্ট ফোনে থাকছে আকর্ষণীয় অফার। এছাড়া টিভি, প্রসাধনী সামগ্রী। সবেতেই থাকছে অঢেল ডিসকাউন্ট।