নববর্ষ কাটতে না কাটতেই দুয়ারে কড়া নাড়ে আরও একটি গুরুত্বপূর্ণ উৎসব। তা হল অক্ষয় তৃতীয়া। গোটা দেশের হিন্দুদের জন্য এই উৎসব অত্যন্ত শুভ। চলতি বছরে কবে পড়েছে অক্ষয় তৃতীয়া জানেন?
পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ২২ এপ্রিল । শাস্ত্র মতে, এদিন সকাল ৭.৫০ থেকে ২৩ এপ্রিল সকাল ৭.৪৮ পর্যন্ত অক্ষয় তৃতীয়ার তিথি থাকবে। পুজোর শুভ সময়, ২২ এপ্রিল ৭টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ।
সংস্কৃত অনুসারে, 'অক্ষয়' শব্দের অর্থ হল যার কোনও 'ক্ষয়' নেই। অর্থাৎ যা সারাজীবন অক্ষত থাকে। তাই মনে করা হয় এই শুভক্ষণে কোন কাজ করলে তা অক্ষয় থাকে।