২৮ দিন নয়। টেলিকম অপারেটরদের ৩০ দিনের রিচার্জ প্ল্যানই তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়ার তরফে। মনে করা হচ্ছে সেই নির্দেশ মেনেই, ৩০ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল।
ভারতী এয়ারটেলের এই ৩০ দিনের প্ল্যান মিলবে ১৯৯ টাকার রিচার্জে। তবে, এই প্যাকে ৩০ দিন আনলিমিটেড কলিংয়ের সুবিধা মিললেও ইন্টারনেট পাওয়া যাবে মাত্র ৩ জিবি। এসএমএস পাওয়া যাবে ৩০০টি। এছাড়াও রয়েছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ, ফ্রি হেলো টিউন এবং উইঙ্ক মিউজ়িক ব্যবহারের সুবিধা।
তবে, জিও আসার পর থেকেই হাই-স্পিড ডেটা ব্যবহার করে অভ্যস্ত সকলে। সেক্ষেত্রে এই প্ল্যানে তাঁদের সমস্যা হবে। এক্ষেত্রে ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে প্রতি MB-তে গ্রাহকদের ৫০ পয়সা করে চার্জ করা হবে। ৩০০টি মেসেজের কোটা শেষ হয়ে গেলে SMS-এ ১ টাকা এবং STM SMS-এ ১.৫ টাকা করে চার্জ করা হবে। কিন্তু যাঁদের কম ইন্টারনেটে কাজ চলে যায় তাঁদের ক্ষেত্রে এই প্ল্যানটি যথেষ্ট।
২০২১ সালে ট্যারিফ হাইকের আগে এয়ারটেলের এরকমই একটি ১৯৯ টাকার প্ল্যান ছিল। যদিও সেই প্ল্যানের বৈধতা ছিল মাত্র ২৪ দিন। এখন ফের নতুন করে এই প্ল্যানের বৈধতা ৬ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।