জিও গ্রাহকদের পর এবার এয়ারটেল গ্রাহকদের জন্যও দুঃসংবাদ। মোবাইলের শুল্ক বাড়াল ভারতী এয়ারটেলও। মোট ১১ থেকে ২১ শতাংশ শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জুলাই থেকে নতুন দাম লাগু হবে। শেষবার ২০২১ সালের ডিসেম্বরে টেলিকম শিল্পে ২০ শতাংশ শুল্ক বাড়ানো হয়েছিল। এবার ৩ বছর পর ফের দাম বাড়ানো হল।
শুল্ক বাড়ানোর পর কত বদল হল দামে? রইল নজর
এয়ারটেলের ১৭৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ১৯৯ টাকা। ৪৫৫ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৫৯৯ টাকা। আর ১,৭৯৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ১,৯৯৯ টাকা। এছাড়াও বাকি সব প্ল্যানেরও দর বেড়েছে। এছাড়াও দর বেড়েছে ডেটা অ্যাড অনস প্ল্যানগুলিরও। ১৯ টাকার প্ল্যানটির জন্য এখন দিতে হবে ২২ টাকা, ২৯ টাকার প্ল্যানের দাম বেড়ে হয়েছে ৩৩ টাকা এবং ৬৫ টাকার প্ল্যানটির দাম হয়েছে ৭৭ টাকা।