শনিবার অল্প স্বস্তি সোনার দামে। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট গহনার সোনার দাম কমেছে মাত্র ১০ টাকা। এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৬৫,৭৪০ টাকা।
অন্যদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমেছে মাত্র ১০ টাকা। অর্থাৎ এর নিরিখে এই পরিমাণ সোনার নতুন দাম যাচ্ছে ৭১,৭২০ টাকা।
Kolkata Fire: সাতসকালে দুর্ঘটনা কলকাতায়, গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন
অন্যদিকে ১ কেজি রুপোর বাটের দাম কমেছে ১০০ টাকা। শনিবার ১ কেজি রুপোর বাটের দাম ৮৩,৪০০।