Freshers Job: বেকারত্ব কি ঘুচবে? ফ্রেশার্স নিয়োগ করবে ৭২ শতাংশ বেসরকারি সংস্থা, কোন শহরে বেশি নিয়োগ?

Updated : Aug 22, 2024 15:17
|
Editorji News Desk

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। চলতি বছরে দেশের প্রায় সিংহভাগ বেসরকারি সংস্থা প্রচুর ফ্রেশার্স নিয়োগ করতে পারে। সম্প্রতি এমনই একটি তথ্য প্রকাশ হয়েছে। 

যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেখানে জানানো হয়েছে, ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে ৭২ শতাংশ সংস্থা ফ্রেশার্স নিয়োগ করবে। এর ফলে চলতি বছরের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে কর্মী নিয়োগের সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পাবে। এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে ক্যারিয়ার আউটলুক রিপোর্টে।

কোথায় কোথায় নিয়োগ করা হবে? 
ক্যারিয়ার আউটলুক রিপোর্টে জানানো হয়েছে, নতুন যে ফ্রেসার্স নিয়োগ করা হবে তা মূলত ই কমার্স সেক্টর, রিটেল সেক্টর, ইঞ্জিয়ারিং এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। 

ক্যারিয়ার আউটলুক রিপোর্ট প্রকাশ করেছে টিমলিড এডটেক নামে একটি সংস্থা। ওই সংস্থার CEO শান্তনু রুজ এবিষয়ে জানিয়েছেন, ফ্রেসার্সদের নিয়োগ করার যে প্রবণতা দেখা গিয়েছে তা অত্যন্ত সন্তোষজনক। এর ফলে চাকরির পরিধি অনেকটা বৃদ্ধি পাবে। এবং ফ্রেসার্সদের চাকরির সুযোগ বাড়বে। 

ওই রিপোর্টেও ভৌগলিক পরিধির কথাও উল্লেখ করা হয়েছে। রিপোর্টে জানানো হয়, বেঙ্গালুরুর সংস্থাগুলি মোট কর্মীর মধ্যে ৭৪ শতাংশ ফ্রেশার্স নিয়োগ করবে। তালিকায় এর পরেই রয়েছে মুম্বই এবং চেন্নাই। যেখানে ফ্রেশার্স নিয়োগ করা হবে যথাক্রমে ৬০ শতাংশ এবং ৫৪ শতাংশ। 

Job

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে