অন্তর্বর্তী বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এনিয়ে পরপর ৬টি অর্থবর্ষে বাজেট পেশ করলেন তিনি। যদিও এই বাজেটে কোনও বড় ঘোষণা করেননি। এবিষয়ে আগেই আভাস পাওয়া গিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে। এই বাজেটে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত তৈরির রূপরেখা তৈরির ঘোষণা করেছেন নির্মলা সীতারমন। দেখে নেওয়া যাক বাজেটে ঘোষণা করা পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়-
কর কাঠামো-
কর কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। তবে কিছু সংখ্যক করদাতারা অতিরিক্ত ছাড় পাবেন। পাশাপাশি, পুরনো কর কাঠামো অনুযায়ী, যদি কোনও করদাতার গরমিল থাকে সেক্ষেত্রে 25 হাজার টাকা পর্যন্ত ছাড় দেবে কেন্দ্র। এবং ২০১১ থেকে ২০১৫ অর্থবর্ষের মধ্যে গরমিল থাকলে সেক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
রেল-
মেট্রো এবং নমো ভারত সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একইসঙ্গে ৪০ হাজার রেলের কামরাকে বন্দে ভারতের বগিতে রূপান্তরিত করা হবে।
আয়ুষ্মাণ ভারত-
অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদেরও আয়ুষ্মাণ ভারত প্রকল্পের অধীনে আনা হবে। এবং এরসঙ্গে মাতৃ এবং শিশু স্বাস্থ্য প্রকল্পগুলিকে একত্রিত করে পরিষেবা দেওয়া হবে।
পর্যটন-
দেশের মধ্যে পর্যটনকে আরও প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে লাক্ষাদ্বীপের উন্নতির জন্য এবং পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হবে।
ফিসক্যাল ডেফিসিট-
কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় জানিয়েছেন চলতি অর্থবর্ষে ফিসক্যাল ডেফিসিটের পরিমাণ মোট GDP-র ৫.৮ শতাংশ। তবে তা কমিয়ে ৫.১ শতাংশে নিয়ে আসার চেষ্টা করা হবে।