আলিপুর আবহাওয়া দফতর(Weather Department) জানাচ্ছে, ঘূর্ণাবর্তের কাঁটা সরে গেলেই জাঁকিয়ে পড়বে শীত। ইতিমধ্যেই তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। সোমবার কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
যদিও ডিসেম্বরের শুরুতেই নতুন করে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। দিল্লির মৌসম ভবন(Mausam Bhawan) সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে।
বঙ্গোপসাগর(Bay of Bengal) এবং দক্ষিণ আন্দামান সাগরের ওপর ওই নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ওই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের(West Bengal) উপকূলে।
আরও পড়ুন- Narendra Modi: নদীয়ার পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, জানালেন সমবেদনা
আবহাওয়া দফতর(Weather Department) জানাচ্ছে, সোমবার থেকে নিম্নচাপ অক্ষরেখাটি ক্রমশ শক্তি বাড়াতে শুরু করতে পারে। এরপর পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।