সমস্ত পৃথিবী আফগানিস্তানের ছবি দেখছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে বিমানের সঙ্গে নিজেদের বেঁধে ফেলা, তারপর আকাশ থেকে পড়ার ভয়াবহ ছবি ঘুরছে সবার মুঠো ফোনে। এরই মধ্যে ভাইরাল হল বছর ২৩ এর এক আফগান কন্যার আর্তনাদ। "শুধু আফগানিস্তানে জন্মেছিলাম বলে আমাদের কথা কেউ ভাবল না। একটু একটু করে আমরা মরে যাব। ইতিহাস আমাদের মনে রাখবে না। কী মজার না? একটু করে কথা বলছে, তারপর ডুকরে কেঁদে উঠছে মেয়েটা।
ইরানী সাংবাদিক মাসিহ আলিনেজাদ সেই তরুণীর সাক্ষাৎকার নিয়েছিলেন, তারপর নিজের টুইটারে সেই ভিডিও পোস্ট করেন তিনি।
দু'দশক আগে শেষ বার আফগানিস্তানে শাসন করেছিল তালিবানরা। সেই ভয়াবহ স্মৃতি, ঘা এখনও দগদগে জনসংখ্যার এক অংশের মনে। নতুন করে তালিবানি শাসন কায়েম হওয়ার পর কী হতে চলেছে সে দেশের নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা, তা নিয়ে তৈরি হয়েছে চরম আতঙ্ক।