স্কুল খোলা (Bengal Schools Reopening) নিয়ে কাটল আইনি জট। রাজ্যের সিদ্ধান্তকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১৬ নভেম্বর থেকে কোভিড বিধি (Covid Guideline) মেনেই শুরু হবে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস।
গত সোমবার স্কুল খোলা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। তাঁর অভিযোগ, কোনও পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। পড়ুয়াদের টিকাকরণ (Vaccination) হয়নি এখনও। এর মধ্যে স্কুল খুললে কোভিড সংক্রমণ (Covid Infection) বাড়তে পারে বলে আশঙ্কা করেন তিনি। হাইকোর্টে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করার আবেদন করেন ওই আইনজীবী।
বৃহস্পতিবার শুনানিতে হাইকোর্ট এই মামলা খারিজ করে দেয়। হাইকোর্ট জানিয়েছে, নির্ধারিত সময়েই নবম থেকে দ্বাদশ শ্রেণির (9 to 12 class) ক্লাস শুরু হবে। সমস্যা থাকলে অভিভাবক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারেন। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার এমনই জানিয়েছে আদালত।
পরিকল্পনা ছাড়াই সরকারের স্কুল খোলার সিদ্ধান্ত, জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
গত ২৯ অক্টোবর স্কুল খোলার বিজ্ঞপ্তি ঘোষণা করে রাজ্য। জানানো হয় কোভিড বিধি মেনে ১৬ নভেম্বর থেকে স্কুল শুরু হবে। সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হবে।