আবারও বেহালা কলেজে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। এবারও ক্ষোভ ফি্ বৃদ্ধি নিয়ে।
কিছুদিন আগে বেশ কয়েকবার বেহালা কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, লকডাউনের জন্য পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে অধিকাংশের। সেই কারণে তাঁরা অনেকেই টিউশন ফি্ দিতে পারছেন না। প্রিন্সিপালকে বহুবার বলা সত্বেও তিনি কোনরকম সাহায্যের হাত বাড়িয়ে দেননি। বরং যে সব ছাত্র-ছাত্রীরা টিউশন ফি্ দিতে পারেননি, তাঁদের অনলাইন ক্লাস থেকে বহিষ্কার করা হয়েছে। অন্তত ১০০ পড়ুয়াকে অনলাইন ক্লাস করতে দেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার এই বহিস্কৃত ছাত্রছাত্রীরা কলেজের সামনে সকাল থেকে বিক্ষোভ দেখান।ছাত্রছাত্রীরা কলেজে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। কলেজে না ঢুকতে দেওয়ায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ছাত্রছাত্রীদের ধস্তাধস্তি হয়।