আসন্ন T-20 বিশ্বকাপের পরেই Team India-র হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন রবি শাস্ত্রী ( Ravi Shastri)। সরে দাঁড়াবেন বোলিং কোচ ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধরও। তাঁদের জায়গায় নতুন দায়িত্ব কারা পাবেন, তা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছে BCCI।
আগামী ১৭ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত৷ তার আগে নতুন কোচিং স্টাফদের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় BCCI। ১৪ অক্টোবর এই বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হতে পারে।
নতুন কোচের দৌড়ে আছেন জাতীয় দলের দুই প্রাক্তন তারকা অনিল কুম্বলে এবং ভিভিএস লক্ষণ। কুম্বলের সঙ্গে এর আগে অধিনায়ক বিরাট কোহলির কিছু সমস্যা হয়েছিল। তবে এখনও কিছুই চূড়ান্ত নয়।