BCCI: আইপিএলের নতুন সম্প্রচার স্বত্ব বাবদ ৫০০ কোটি ডলার পাবে বিসিসিআই!

Updated : Oct 22, 2021 09:50
|
Editorji News Desk

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) থেকে বিপুল অর্থ পেতে চলেছে BCCI।  সম্প্রচার স্বত্ব বাবদ বোর্ড পেতে পারে ৫০০ কোটি মার্কিন ডলার!

এখন আইপিএল-এর সম্প্রচার স্বত্ব বাবদ ২৫৫ কোটি মার্কিন ডলার আয় করে বিসিসিআই। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার সঙ্গে নতুন করে চুক্তি হলে এই অর্থ দ্বিগুণ হতে চলেছে।

Rahul Dravid: শাস্ত্রীর পর ভারতের নতুন কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

BCCI-র সিনিয়র কর্তা এ বিষয়ে জানিয়েছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অতি পরিচিত সংস্থা কিছুদিন আগে বিসিসিআই-এর কাছে আইপিএল-এর স্বত্ব বিষয়ক প্রস্তাব পাঠিয়েছিল। ওই সংস্থাটি আইপিএল-এর স্বত্ব পেতে আগ্রহী। ২০২২ থেকে আইপিএল-এ ১০টি দল খেলবে। ফলে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ৭৪। এতে সম্পত্তির মূল্যও বৃদ্ধি পাচ্ছে। নতুন দুই দল আইপিএল-এ যুক্ত হলে ৭,০০০ থেকে ১০,০০০ কোটি টাকা আসতে পারে। এর ফলে স্বাভাবিকভাবেই আইপিএল-এর সম্প্রচার স্বত্বের দরও আকাশছোঁয়া হয়ে যাবে। আমরা আশা করছি, আইপিএল-এর সম্প্রচার স্বত্ব বাবদ অন্তত ৪০০ কোটি মার্কিন ডলার পাওয়া যাবে। ৫০০ কোটি মার্কিন ডলারও পাওয়া যেতে পারে।’

BCCI: ইংল্যান্ডের বিশাল আর্থিক ক্ষতি, সামাল দিতে পাশে দাঁড়াল বিসিসিআই

এখন আইপিএল-এর টেলিভিশন ও ডিজিট্যাল সম্প্রচার আছে স্টার ইন্ডিয়ার হাতে। ১৬,৩৪৭.৫০ কোটি টাকায় ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত আইপিএল-এর সম্প্রচারের স্বত্ব পায় স্টার ইন্ডিয়া। এবার সেই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। বিসিসিআই সূত্রে খবর, স্টার ইন্ডিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী নয় তারা। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাটির সঙ্গে চুক্তি করতেই বেশি আগ্রহী বিসিসিআই। কারণ, মার্কিন সংস্থাটির প্রস্তাব অত্যন্ত লোভনীয়। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত মার্কিন সংস্থাটির সঙ্গে চুক্তি হতে পারে।

স্টার ইন্ডিয়ার আগে আইপিএল-এর সম্প্রচার স্বত্ব ছিল সোনি ইন্ডিয়ার হাতে। ২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত সোনিই আইপিএল সম্প্রচার করেছে। তবে ২০১৭ সালে সোনির চেয়ে ৫,৩০০ কোটি টাকা বেশি দর দেয় স্টার। তার ফলে তারাই আইপিএল সম্প্রচারের দায়িত্ব পায়। সোনি ইন্ডিয়া দর দিয়েছিল ১১,০৫০ কোটি টাকা। সেখানে স্টার ইন্ডিয়ার দর ছিল ১৬,৩৪৭.৫০ কোটি টাকা।

CSK wins IPL 2021: চেন্নাইয়ের বাজিমাতের পাঁচটি কারণ কী কী?

সব মিলিয়ে আইপিএল থেকে আরো অনেক বেশি লাভবান হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের বোর্ড।

IPLBCCI

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও