ওমিক্রন (Omicron) আতঙ্কের জেরে পিছিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের (Team India) দক্ষিণ আফ্রিকা (South Africa) সফর। শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
প্রথমে ঠিক ছিল, ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে প্রথম টেস্ট খেলবেন কোহলিরা (Virat Kohki)। তবে সেই ম্যাচ পিছোচ্ছে। পরিবর্তিত সূচি বোর্ড এখনও চূড়ান্ত করেনি। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেম স্মিথের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সম্পর্ক ভাল। সেই সূত্রেই চলছে বিকল্পের খোঁজ।
BCCI সূত্রের খবর, এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। সেক্ষেত্রে বক্সিং ডে টেস্ট খেলেই সফর শুরু করবেন কোহলিরা।
আরও পড়ুন: Ajaz Patel: নিজে মুম্বইকর, জন্মশহরেই ইতিহাসের অংশ হলেন নিউজিল্যান্ডের আজাজ
তিনটি টেস্ট ও তিনটি ওয়ান ডে ম্যাচ হলেও আপাতত স্থগিত রাখা হচ্ছে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বোর্ড সূত্রে খবর, পরে ওই সিরিজ খেলার ব্যাপারে সম্মত হয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্তারা।