T-20 বিশ্বকাপের সুপার টুয়েলভ স্টেজে যাওয়ার আশা জাগিয়ে রাখল বাংলাদেশ।
বিশ্বকাপের অন্যতম কো-হোস্ট ওমানকে ২৬ রানে হারিয়ে দিল বাংলাদেশ। গ্রুপ বি-এর ম্যাচে কড়া লড়াইয়ের পর জিতল টাইগারস।
প্রথমে ব্যাট করে ওমানের সামনে ১৫৪ রানের টার্গেট খাড়া করে বাংলাদেশ। মহম্মদ নাদিম দুরন্ত হাফসেঞ্চুরি করেন৷ জবাবে ওমান ৯ উইকেটে ১২৭ রানে আটকে যায়। মুস্তাফিজুর রহমান ৪ উইকেট নেন।
T20 World Cup 2021: পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড বধ ভারতের
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল বাংলাদেশকে। ওমান এবং বাংলাদেশ দু'জনেই ২টো ম্যাচ খেলে একটিতে জিতেছে। এরপর ওমান খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে, বাংলাদেশের লড়াই পাপুয়া নিউগিনির সঙ্গে।