ভারতীয় দণ্ডবিধির৩৭৭(decriminalisation of 377) ধারা বাতিল হয়েছে, আইনের চোখে সমকামীতা আর অপরাধ নয় এ দেশে। তবে আইন কি সবটা পারে? এখনও সমকামীতা নিয়ে অকারণ লুকোচুরি, ফিসফাস, অজ্ঞানতা সমাজের পরতে পরতে। এরই মধ্যে এক ঝলক খুশির হাওয়া তেলেঙ্গানায় (Telengana)। সদ্য সে রাজ্যে অনুষ্ঠিত হল প্রথম সমকামী বিয়ে (same sex marriage)। শনিবার গাঁট ছড়া বাঁধলেন কলকাতার সুপ্রিয় চক্রবর্তী ও হায়দরাবাদের অভয় দং। সুপ্রিয় একটি হোটেল ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের শিক্ষক। আর অভয় হলে মাল্টি ন্যাশনাল কোম্পানির (MNC) কর্মী। দুজনের প্রেম দীর্ঘ আট বছরের।
দুজনেই স্কুলজীবনে বুঝেছিলেন তাঁদের যৌন আকর্ষণ সমাজের চোখে স্বাভাবিক নয়। গোপন রাখতে হয়েছিল সে কথা। আইন পাশ হওয়ার আগে পরের রাস্তাটুকু গোলাপে বিছোনো ছিল না, সে কথা বোঝাই যায়। তবে বিয়ের ছবি বলে দেয় উদযাপনে শামিল হয়ে আনন্দ করেছেন সুপ্রিয়-অভয়ের পরিবার, আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব। বিয়েতে জাঁকজমকের কিছু কমতি ছিল না, আর ভালবাসারও।