নতুন কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando ) আসার পরই এল কাঙ্খিত জয়। আইএসএলে (ISL) মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডকে (North East United) ৩-২ গোলের ব্যবধানে হারাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দুটি গোল করলেন ফরাসি ফুটবলার হুগো বুমোস (Hugo Boumous)।
প্রথমার্ধের শুরুতে পিছিয়ে পড়লেও এটিকে মোহনবাগানের হয়ে গোল শোধ করেন লিস্টন কোলাসো (Liston Collaso)। ৪৫ মিনিটে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে ব্যবধান বাড়ায় এটিকে মোহনবাগান। ৫৩ মিনিটে গোল করেন ফরাসি ফুটবলার হুগো বুমোস। ৭৬ মিনিটে আরও একটি গোল করেন তিনি। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: বছরের শুরুতে ফের কলকাতা ডার্বি, দেখে নিন কবে পড়েছে ম্যাচ
টানা চার ম্যাচে হারের পর দায়িত্ব ছাড়েন কোচ অ্যান্তেনিও হাবাস। দায়িত্ব নিয়েছেন নতুন কোচ জুয়ান ফেরান্দো। ম্যাচের শুরুতেই এদিন ধাক্কা খায় এটিকে মোহনবাগান। প্রথম ২ মিনিটের মধ্যে গোল দেন নর্থ ইস্ট ইউনাইটেডের ফুটবলার ভিপি সুহের। কিন্তু দ্বিতীয়ার্ধে এটিকে মোহনবাগানের আক্রমণে ঝাঁঝরা হয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড। ৮৭ মিনিটে গোল শোধ করলেও হারতে হয় নর্থ ইস্ট ইউনাইটেডকে।