আইএসএলের মাঝপথে আচমকা পদত্যাগ করলেন এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ আন্তোনিও লোপেজ হাবাস। পর পর চার ম্যাচে জয় পায়নি সবুজ মেরুন। ক্রমশ কঠিন হচ্ছে প্লে-অফের রাস্তা। এই আবহে শনিবার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন আইএসএলের ইতিহাসে অন্যতম সফল কোচ হাবাস।
আইএসএলে (ISL) প্রথম দুই ম্যাচে জিতে শুরু করেছিল মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সের পর কলকাতা ডার্বিতে চিরশত্রু এসসি ইস্টবেঙ্গলকে(SC East Bengal) ৩-০ গোলে হারিয়েছিল সবুজ মেরুন। কিন্তু শেষ চার ম্যাচে এসেছে মাত্র দুই পয়েন্ট। দু'টি হার, দু'টি ড্র।
আরও পড়ুন: East Bengal ISL match: টানা সাত ম্যাচ জয়হীন লাল হলুদ, ২-০ গোলে জিতল নর্থ ইস্ট ইউনাইটেড