পিতৃপক্ষ শেষ, শুরু হয়েছে দেবীপক্ষ। মহালয়ার পুণ্যতিথিতে চক্ষুদান হয় মা দুর্গার। বেহালার জয়রামপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে চক্ষুদান করলেন শিল্পী উপাসনা চট্টোপাধ্যায়।
এই বছর জয়রামপুরের থিম প্রস্তুতি। জীবনযুদ্ধে সবাই দশভূজা। সেটাই এবার উপাসনার প্রতিমায় ধরা পড়েছে।
২০১৭ সাল থেকে কাজ করছেন উপাসনা। এবার বেহালার জয়রামপুর পুজো কমিটির দায়িত্বে তিনি। মানুষের উৎসবের উদযাপনের বার্তা দিলেন উপাসনা। তিনি জানালেন, জীবন নামে যে যুদ্ধ নিয়ে বেঁচে আছে মানুষ, সেই সব নিয়েই উদযাপন করুক মানুষ।