কলকাতায় পুজোর পর থেকে কেবলই বাড়ছে করোনা সংক্রমণ। তার ওপর ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপও লেগেই রয়েছে। এই সব রোগ ঠেকাতে উদ্যোগী কলকাতার পুর প্রশাসন।
সম্প্রতি ফিরহাদ হাকিম জানালেন, প্রাইমারি হেলথ সেন্টারের পাশাপাশি, শহরে ৫টি সেকেন্ডারি হেলথ সেন্টার তৈরি করবে কলকাতা পুরসভা। প্রত্যেকটিতে থাকবে ১০০টি করে বেড। ফুটপাথবাসীদের বিতরণ করা হবে মশারি। এছাড়া হকাররা মাস্ক না পরে থাকলে দোকান বন্ধ করে দেওয়া হবে। জানালেন ফিরহাদ হাকিম।